E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০২১ এপ্রিল ২৮ ২৩:৪৮:১৪
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : “গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় ” এবং “গরীব দুঃখীর নাইরে ভয়, লিগ্যাল এইড হবে সহায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে অপর একটি শ্লোগানে বলা হয়েছে, “বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার, লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার।” বুধবার দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে সংক্ষিপ্ত আকারে দিবসের উদ্বোধন করা হয়।

বিকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের চেয়ারম্যান মুন্সি মোঃ মশিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ মাহারুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান সদর নিজামউদ্দিনখান নিলু, জিপি এ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী, পিপি অ্যাডঃ এমদাদুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ উত্তম কুমার ঘোষ, কালিয়া পৌর চেয়ারম্যান ওহিদুজ্জামান, এ্যাডঃ সাঈফ হাফিজুর রহমান খোকন, এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, এ্যাডঃ ওমর ফারুক, এ্যাডঃ রমা রানী রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্সেদা।

(এস/এসপি/এপ্রিল ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test