E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইলিশ শিকারে প্রস্তুত চাঁদপুরের জেলেরা

২০২১ এপ্রিল ২৯ ১৮:২৯:৩৯
ইলিশ শিকারে প্রস্তুত চাঁদপুরের জেলেরা

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : অভয়াশ্রম শেষ হচ্ছে আর ১ দিন পর। চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে  জেলেরা। তারা ১ মে মধ্যরাত থেকে নদীতে নামবে বলে নৌকা ও জাল নিয়ে প্রস্তুত।  জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দু’মাস নদীতে মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কি.মি এবং পদ্মার নদীর ২০ কি.মি. এলাকায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ৬০ কি.মি. পড়েছে চাঁদপুর নদী এলাকায়। আর এ কারণে চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ওমতলব উত্তর উপজেলার ৫১ হাজার নিবন্ধিত জেলে কর্মহীন হয়ে পড়ে।

চাঁদপুর শহর এলাকার টিলা বাড়ি, যমুনা রোড, পুরান বাজার রনাগোয়াল, সদর উপজেলার তরপুরচন্ড ইউনিয়নের আনন্দ বাজার, হরিণা, বহরিয়াসহ বেশ কয়েকটি স্থানে ঘুরে দেখাযায়, জেলেরা জাল ও নৌকা মেরামতের কাজে ব্যস্হ সময় পার করছে। তারা আগামী ১ মে মধ্যরাত থেকে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে।

চাঁদপুর শহরের টিলাবাড়ি এলাকার আলী হোসেন বলেন আমরা সরকারের সকল নির্দেশ মেনেছির।নির্দেশ মানতে গিয়ে পরিবার পরিজন নিয়ে এ দু মাস অনেক কষ্টে কাটিয়েছি। ১ তারিখ থেকে নদীতে নামার প্রস্তুতি নিয়েছি। হানারচর ইউনিয়নের আখনেরহাট এলাকার আঃ লতিফ মাতব্বর বলেন, গত দুই মাস পর নদীতে মাছ ধরতে নামিনি। তবে যারা নেমেছে তারা ঝড়ের কবলে নৌকাডুবে মরেছে। এ মৌসুমে নদীতে অনেক অসাধু জেলে জাটকা নিধন করেছে। তারা বেশির ভাগই ছিল মাওয়া এবং মুন্সিগঞ্জের জেলে।এখন আমরা নামবো, আমাদের সব রকমের প্রস্তুতি শেষ। ।

ইলিশ গবেষক ডঃ আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের জন্যে সরকার দু’মাস চাঁদপুরসহ দেশের আরো কয়েক স্থানে অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে। এ সময় নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মওজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিলো। ইলিশসহ অন্যান্য মাছ ধরতে জেলেরা এখন প্রস্তুত। এবার পানির গুণাগুণ ও খাদ্যের উপাদান অনেকটাই ভালো রয়েছে। করোনার কারণে জাটকা রক্ষা কর্মসুচি কিছুটা সীমাবদ্ধতায় রয়েছিল।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, সরকার ঘোষিত সকল নির্দেশনাই পালন করা হয়েছে। আশা করি ইলিশ উৎপাদন বাড়বে। আমাদের পক্ষ থেকে জেলেদের সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যদিও কিছু অসাধু জেলে কর্তৃক নদীতে জাটকা নিধন হয়েছে।চাঁদপুরে ১২০ কি.মি নৌ-সীমানার ভেতর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অপরাধে ২৯ এপ্রিল পর্যন্ত ৫শ ৫৮টি অভিযান ও ৯৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।

২শ ৮৪ জন অসাধু জেলের জেল জরিমানা করেছে জেলা টাস্কফোর্স। জলা ট্রাস্কফোর্সের নিয়মিত টহল অভিযানকালে জাটকা জব্দ হয়েছে ৩৮হাজার ৩শ ৩৭ মে.টন। নিষিদ্ধ কারেন্টজাল জব্দ হয়েছে ২লাখ ৫৫হাজার ৫শ ৪০ লাখ মিটার। অন্যান্য জাল ৭৮টি । জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৫১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। মামলার সংখ্যা ২শ ৬১ টি। অভিযান শুরু থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অমান্য করে জাটকা ধরার অপরাধে ৮ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

(ইউ/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test