E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরের দেবপুরে যুবকের লাশ উদ্ধার

২০২১ এপ্রিল ২৯ ১৮:৩৩:৫২
চাঁদপুরের দেবপুরে যুবকের লাশ উদ্ধার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার দেবপুরে ভুট্টার জমিতে পাওয়া যুবক ওসমানের (৩২) লাশের পাশে একটি বিষের বোতল পায় পুলিশ। এই বিষের বোতলকে ঘিরে নিহতের পরিবার ও পুলিশের সন্দেহের তীর দানা বেঁধে উঠেছে। এদিকে ঘটনার একদিন অতিবাহিত হয়ে গেলেও যুবকের পরিবারের পক্ষ থেকে ২৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

নিহতের পরিবারের পক্ষে স্থানীয় কামরাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু ছায়েদ বেপারী জানান, লাশের পাশে যে বিষের বোতল পাওয়া গেছে তাতে বিষ অর্ধেক পাওয়া গেছে, আবার ছিপিটি মজবুত করে আটকানো ছিলো। এখন আমাদের প্রশ্ন হলো, যদি ওসমান নিজে বিষ খেয়ে থাকতো তাহলে ছিপিটি তো সে শক্ত করে লাগাতে পারতো না। হয়তো কেউ তাকে হত্যা করে বিষের বোতল পাশে ফেলে রেখে ভিন্ন নাটক সাজানোর চেষ্টা করেছে।

এদিকে লাশের পাশে বিষের বোতল পাওয়ার বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, এটি হত্যাও হতে পারে, আত্মহত্যাও হতে পারে। আমরা তদন্ত করছি আর ময়নাতদন্ত রিপোর্টটি পেলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার লাশ নিয়ে বাড়িতে গেছে। মাটি দিয়ে মামলা করতে আসবে।

এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যার পরে ওসমানের লাশ কামরাঙ্গা মুন্সীবাড়িত পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় শতশত এলাকাবাসী ওসমানকে শেষ দেখা দেখতে ভিড় জমায়। বিশেষ করে ওসমান ভ্যানে করে তরকারি বিক্রি করার কারণে তাকে এলাকার সবাই চিনতো। সে কামরাঙ্গা মুন্সীবাড়ির মৃত রুস্তম মুন্সীর ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যার পরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ের চরবাকিলা ও দেবপুর এলাকার মধ্যবর্তী কৃষি মাঠের একটি ভুট্টার জমি থেকে ওসমানের লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে মডেল থানা পুলিশ। এরপরেই খবর পেয়ে ওসমানের পরিবার লুঙ্গি, স্যান্ডেল ও চাবি দেখে তার লাশ শনাক্ত করে। তিনি ভ্যানে করে গ্রামে গ্রামে তরকারি বিক্রিসহ স্থানীয় কামরাঙ্গা বাজারে তরকারির ব্যবসা করতেন। বেশ কয়েক বছর প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসে বিয়ে করে ব্যবসা শুরু করেন ওসমান। তিনি গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

(ইউ/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test