E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

২০২১ এপ্রিল ৩০ ১৬:৫৫:৪৩
পত্নীতলায় তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় করোনা ভাইরাসে অসহায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও নিন্ম আয়ের তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিল বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সহায়তা দিয়ে বিতরনের উদ্ধোধন করেন, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গাফফার হোসেন।

শুক্রবার দুপুরে পত্নীতলা উপজেলার ফুটবল মাঠে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘মুসলিম হেলফেন‘ জার্মান এর অর্থায়ন করে।

এ উপলক্ষ্যে উদ্ধোধনী সভায় রানির প্রধান নিবাহী ও সোস্যাল এইডএর উপদেষ্টা ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে পত্নীতলা উপজেলা নিবাহী অফিসার মিলটন সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধূরী, বিশিষ্ট সমাজসেবক ও রানির উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধূরী, সাংবাদিক রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়ে এ কমসুচীর উদ্ধোধন করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ১৫ কেজি সরুচাল, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডিটারজেন পাউডার, ৪টি বড় ডেটল সাবান ও একটি বালতি ইত্যাদি।

খাদ্য সহায়তা নিতে আসা পত্নীতলা উপজেলা পত্নীতলা গ্রামের আমিরন বেওয়া, কাটাবাড়ী গ্রামের কর্মহীন আব্বাছ আলী, আদিবাসী অতোষ পাহানসহ কয়েকজন জানান, করোনায় তাদেও কাজকাম নাই ফলে তারা অনাহারে অর্ধাহারে ছেলেমেয়ে নিয়ে কোন রকমে জীবন যাপন করছেন।

(বিএস/এসপি/এপ্রিল ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test