E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেয়ারম্যান মুনার বিরুদ্ধে পাংশা থানায় একাধিক লিখিত অভিযোগ 

২০২১ মে ০১ ২২:৩৮:৪৬
চেয়ারম্যান মুনার বিরুদ্ধে পাংশা থানায় একাধিক লিখিত অভিযোগ 

স্টাফ রিপোর্টার : নানা অনিয়ম আর অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গিয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনার বিরুদ্ধে। কখনো ইউনিয়নের বাসিন্দাদের উপর শারীরিক নির্যাতন আবার কখনোবা নিজের প্রতিপক্ষ কিংবা বিপরীত কোনো রাজনৈতিক প্রার্থীকে জীবন নাশের হুমকি। তবে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। 

এরকম একটি অভিযোগ করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ইউনুছ আলী বিশ্বাস (৪৪)। তাকে জীবন নাশের হুমকি দিয়েছে চেয়ারম্যান মুনা। গত ১৬ মার্চ (সোমবার) উক্ত অভিযোগের প্রেক্ষিতে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন (জিডি নং-৬২৭) ইউনুছ আলী বিশ্বাস।

অভিযোগে উল্লেখ করা হয় গত ১৫ তারিখে রবিউল ইসলাম ও তার ৫/৭ জন সহযোগী কে নিয়ে আনুমানিক বিকাল ৫টার সময় পাংশা থানার জাগিরকয়া বাজারে কাশেমের ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর ইউনুছ আলী বিশ্বাসকে গালিগালাজ দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভিতি সহ খুনের হুমকি দেন।

এ বিষয়ে ইউনুছ আলী বিশ্বাস বলেন, মুনা চেয়ারম্যানের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে, তারই প্রেক্ষিতে মুনা এবং রবিউল আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি আরও বলেন আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। তারই জের ধরে মুনা চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে হত্যা পরিকল্পনা করছে।

আবার চেয়ারম্যান আব্দুর রব মুনা তার ভাই ডাবলুর মাধ্যমে ইউনিয়নের সৌদি প্রবাসী সাহিদ প্রামাণিক (৫৫) কে জনসম্মুখে দৈহিক ভাবে প্রহার করে টাকা কেড়ে নিয়েছে।

এ ব্যাপারে আহত সাহিদ প্রামাণিক বলেন, আমি বরাট বাজারে টিন ও গরু কেনার উদ্দেশ্যে যাই। প্রথমে টিনের দোকানে গেলে ওইখানে থাকা ইউপি চেয়ারম্যান মোঃ রব বিশ্বাস (মুনা) আমাকে দেখে চলে যায়, তবে কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন চেয়ারম্যানের ভাই ডাবলু। ডাবলু এসেই আমাকে বলে তোর সাহস বেড়ে গেছে, তুই বাইরে আয়। বলেই হাত ধরে বাইরে নিয়ে যায় তখন ডাবলুর সাথে ছিলো রবিউল, ফুরকান ও বকুল সাথে ছিলো। তবে তিনি বলেন রবিউল এলাকায় ডাকাতি করে আর বকুল ক্যাডার হিসেবে ডাবলুর কাজ করে।

এসকল অভিযোগের বিষয়ে পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আঃ রব বিশ্বাস (মুনা) কে ফোন করা হলে তিনি ফোন রিছিভ করেন নাই।

(একে/এসপি/মে ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test