E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০টি আম গাছ কর্তন

২০১৪ আগস্ট ৩০ ১৮:৩৯:৫৩
নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০টি আম গাছ কর্তন

নাটোর প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ক্ষুদ্র বাড়িয়াহাটি গ্রামের সলিম উদ্দিন নামে এক পান ব্যবসায়ীর ফলজ বাগানের ২০টি আমগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা । শুক্রবার উপজেলার পীরগাছা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিকার চেয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

ক্ষতিগস্ত সলিম উদ্দিন জানান, গত ১৯৯৩ সালে প্রতিবেশী আক্কাস আলী তালুকদারের নিকট থেকে ৩৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি ক্রয়ের পর খাজনা খারিজও পাকাপোক্ত করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন।

ইতিমধ্যে ওই জমিতে আম বাগান গড়ে তুলেছেন এবং সেখানে হলুদের চাষবাদ করেছেন। জমি বিক্রেতা আক্কাস আলী মারা যাওয়ার পর সম্প্রতি তার ছেলে শেখ ফরিদ তালুকদার তার ফুফু মোমেনা বেগমের নামে ওই জমির মালিকানা দাবি করেন। এনিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে দফায় দফায় সালিশ বৈঠকে হলেও কোন সুরাহা হয়নি।

এক পর্যায়ে তারা সহকারী কমিশনার (ভুমি) কাছে খারিজের ওপর মিস কেস করে। সেখানে শুনানী শেষে ছলিম উদ্দিনের পক্ষে রায় আসে। এরপর তারা আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।


গত ২৩ আগষ্ট শেখ ফরিদ তার ফুফু মোমেনাকে সঙ্গে নিয়ে ওই জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এনিয়ে সলিম উদ্দিন নলডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করে। এরপর গতশুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে শেখ ফরিদ দলবলসহ ওই আম বাগানের ২০টি গাছ কেটে বিনষ্ট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গাছ কাটা বন্ধ হয়। এব্যাপারে ছলিম উদ্দিন নলডাঙ্গা থানায় অভিযোগ করেন।


ক্ষতিগ্রস্ত ছলিম উদ্দিন জানান, গাছ কেটেও শেখ ফরিদ ক্ষান্ত হয়নি। বিভিন্নভাবে তাকে মারপিট করে জখমসহ হত্যার হুমকি দিচ্ছে। এমনকি গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ না করারও হুমকি দিচ্ছে। সে সরকারী দল করায় তার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস করেনা।


অপরদিকে শেখ ফরিদ এই অভিযোগকে ভিত্তিহীন দাবী করে উল্টো অভিযোগ করে জানান, ছলিম উদ্দিন ভুয়া দলিলের মাধ্যমে তার ফুফুর জমি জবর দখল করে। স্থানীয় সালিশে জমির কাগজ পত্র দেখাতে না পেরে থানায় মিথ্যা অভিযোগ করেছে। গাছ কাটার সঙ্গে তিনি জড়িত নন বলে জানান।


নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান,গাছ কাটার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উভয় পক্ষকে আইনজীবীদের নিয়ে তাদের দলিলপত্রাদি উপস্থাপনের মাধ্যমে আইনগতভাবে সুরাহা করার পরামর্শ দেওয়া হয়েছে।

(এমআর/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test