E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

২০২১ মে ০৩ ১৭:৪১:৫৭
নোয়াখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে এবং সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয় এটি সম্পূর্ণ ভুয়া এবং সাজানো নাটক বলে অভিযোগ করেছেন ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ড চরকলমির হোরণ কাউন্সিলর ও অভিযুক্ত জাহাঙ্গীর।

তিনি বলেন, চরকলমি গ্রামের জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খানের ধানি জমিতে গরু যাওয়ায় আইযুবখান গরুর মালিক জাহাঙ্গীর ও তার ছেলেকে অকত্য ভাষায় গালমন্ধ করে, পরে মাসুদ গরুটি নিতে এলে মাসুদ এবং আইয়ুব খানের মধ্যে বাকবিতন্ডা হয় এবং আইয়ুব খান একই গ্রামের জাহাঙ্গীরের ছেলেকে মাসুদ (২০) কে মারধর করে মাথা ফাটিয়ে পেলে। ঘটনা শুনে জাহাঙ্গীর এবং এলাকাবাসীসহ আমরা কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কোম্পানিগঞ্জ থানায় মামলা করতে গেলে আইয়ুব বিষয়টি জানতে পারে এবং তারা এ মামলা থেকে রক্ষা পেতে এবং উল্টো আমাদের ফাঁসাতে স্থানীয় ভুট্রু নামের ব্যাক্তির কথায় আইয়ুব খানকে গাছের সাথে বেঁধে মোবাইলে ভিডিও ধারন করে আমরা তাকে মারধর করছি বলে আমাদের নাম লিখে ফেসবুকে ভাইরাল করে দেয় এবং কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে এ ঘটনার সময় আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না। তখন আমরা মাসুদকে নিয়ে হাসপাতাল এবং থানায় দৌঁড়া-দৌঁড়ি করছিলাম । এবং প্রকাশিত ভিডিও উদ্যেশ্যে প্রনোদিত।

আইয়ুব খান (১৭) ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকলমি এলাকার জাবেদ হোসেনের ছেলে এবং মাসুদ (২০) একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে। শনিবার পহেলা এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের সাহাদাত নগরের খাল পাড়ে এ ঘটনা ঘটে

আহত মাসুদের বাবা জাহাঙ্গীর বলেন, গত শনিবার দুপুর ১টার দিকে আমাদের ৪টি গরু স্থানীয় আইয়ুব খানের ধানি জমিতে পড়ে সামান্য ধান খেয়ে ফেলে। এটা দেখে জমির মালিক আইয়ুব গরু গুলোকে লাঠি দিয়ে পেটাতে থাকে, খবর পেয়ে আমার ছেলে মাসুদ গরু গুলোকে আনতে গেলে আইয়ুব আমার নাম ধরে অকত্য ভাষায় গালমন্ধ করে এতে আমার ছেলে প্রতিবাদ করলে আইয়ুব আমার ছেলেকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তারা খুব কষ্ট করে চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামে ৫ বিঘা জমিতে ইরি বোরো ধান বর্গা চাষ করে। এ ঘটনা দেখে গরুর মালিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়। গরু মারধরের অভিযোগে জাহাঙ্গীর তার ছেলে মাসুদ ও ভাড়াটিয়া সন্ত্রাসী সাইফুলসহ আইয়ুবদের বসত বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আইযুব এবং তার মাকে তাদের বাড়িতেই বেধড়ক মারধর করে। এক পর্যায়ে হামলাকারীরা আইয়ুব খানের মাকে মারধর করে বসত ঘরে ঢুকিয়ে দেয়।

ওই সময় আইযুব খানকে তাদের বাড়ি থেকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে হামলাকারী জাহাঙ্গীরের বাড়ির একটি কড়ই গাছের সাথে দুই হাত বেঁধে ঘন্টা ব্যাপী অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে ভুট্রু নামে এক স্থানীয় দোকানদার আইয়ুব খানকে উদ্ধার করে নিয়ে আসে।

আমারা থানায় বিষয়টি জানানোর পরেও শনিবার (১ মে) রাত ১১টায় আইয়ুব এর মা আমাদের নামে কোম্পানীগঞ্জ থানায় একটি মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই ।

ভিডিও ভাইরাল হওয়া কিশোরের মামা ইউছুফ জানান, শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় জাহাঙ্গীরের গরু আইয়ুবদের ধানি জমিতে পড়ে ধান খেয়ে ফেলে। এটা দেখে আইয়ুব গরু গুলোকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে ধান খেত থেকে তাড়িয়ে দেয়। গরু মারধরের অভিযোগে জাহাঙ্গীর তার ছেলে মাসুদ ও ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আইয়ুবদের বসত বাড়িতে হামলা চালায়। ওই সময় আইযুব খানকে তাদের বাড়ি থেকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে হামলাকারী জাহাঙ্গীরের বাড়ির একটি গাছের সাথে দুই হাত বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে ভুট্রু নামে এক স্থানীয় দোকানদার আইয়ুব খানকে উদ্ধার করে নিয়ে আসে।

চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, পরো ঘটনা আমি জানিনা যতটুকু শুনেছি আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, কিশোরের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। তাকে আমি হাসপাতালে ভর্তি হতে বলেছি। এ ঘটনায় তার পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।

(এস/এসপি/মে ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test