E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগে নীলফামারী সিভিল সার্জনের জিডি

২০২১ মে ০৩ ২৩:৪৪:৩৪
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগে নীলফামারী সিভিল সার্জনের জিডি

নীলফামারী প্রতিনিধি : ভুয়া জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

সোমবার বিকেলে নীলফামারী থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এতে অভিযোগ করা হয় গেল ২৫ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক এশিয়া বাণী পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যাতে ‘আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্র বিজ্ঞপ্তি (ওটিএম)’ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সঠিক নয় এমনকি বিজ্ঞপ্তিতে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণের নাম উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, রংপুর বিভাগীয় পরিচালক স্যারের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারি।
বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, বার্বুচী, আয়া, মালী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যাতে দরপত্র বিক্রির সময় সীমা দেখানো হয়েছে ২০ মে।

এ ব্যাপারে প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ।

(কে/এসপি/মে ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test