E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিয়ের প্রলোভনে বিধবাকে ৩ বছর ধরে ধর্ষণ, ধর্ষিতার আত্মহত্যার হুমকি

২০২১ মে ০৪ ১৫:১৯:১৭
বিয়ের প্রলোভনে বিধবাকে ৩ বছর ধরে ধর্ষণ, ধর্ষিতার আত্মহত্যার হুমকি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালিবাড়ি গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৩ বছর যাবৎ ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার হাকিম তালুকদারের ছেলে মিজানের বিরুদ্ধে। ভুক্তভুগী নারী জানান তার স্বামী দীর্ঘ ১০ বছরের মত মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের প্রথম দিকে মারা যায়। 

তাদের পরিবার হতদরিদ্র হওয়ায় স্বামীর চিকিৎসায় করাতে দুইটি শিশু সন্তান নিয়ে চরম বিপাকে পরতে হয়েছে তাকে।
এসময়ে বাধ্য হয়ে উল্লেখিত মিজান তালুকদারের দোকান থেকে সে বিভিন্ন সময় বাকি ও নগদ টাকায় বিভিন্ন মালামাল ক্রয় করতো। তার অসহত্বের সুযোগ নিয়ে মিজান তালুকদার বিভিন্ন ভাবে তাকে ফুঁসলিয়ে তার সাথে শারিরীক সম্পার্ক করতে বাধ্য করে। স্বামীর মৃত্যুর পরে তিনি আরো অসহায় হয়ে পড়েন। তখন মিজান তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারিরীক সম্পার্ক করতে থাকে

এভাবে মিজান তালুকদার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে প্রায় তিন বছর যাবৎ ধর্ষণ করে। ভুক্তভুগী নারী বলেন তাদের সম্পার্কের কথা এলাকার সকলেই জানে এবং একাধিকবার তার সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী মিজানকে আটকের।

তিনি বলেন, মিজান এখন আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারবনা এবং আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপয় থাকবেনা। ভুক্তভুগী বলেন মিজান বর্তমানে তাকে বিয়ে করার কথা অস্বীকার করাসহ তাকে মিজানের বন্দুক দিয়ে তাকে বারবার হত্যা করার হুমকি দিয়ে আসছে।

সরেজমিন অনুসন্ধানে বিভিন্ন লোকের সঙ্গে মিজানের বিরুদ্ধে এর আগেও এলাকার একাধিক নারীর সাথে অবৈধ ভাবে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মিজান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বিভিন্ন ভাবে ম্যানেজ করার অপচেষ্টা করেন।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ধর্ষণের শীকার ওই নারী আমার কাছে অভিযোগ দিয়েছিলেন। ধর্ষণের বিষয় শালিস বৈঠকের মাধ্যমে সমাধান করারমত নয়, তাই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

(এটি/এসপি/মে ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test