E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৬ হাজার টাকায় বিক্রি হলো ১৩ কে‌জি ওজনের পাঙ্গা‌স

২০২১ মে ০৪ ১৬:৩০:৩১
১৬ হাজার টাকায় বিক্রি হলো ১৩ কে‌জি ওজনের পাঙ্গা‌স

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ ১৬ হাজার ২৫০ টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৪ মে) সকা‌লে দৌলতদিয়া ফে‌রি ঘা‌টের শাকিল সোহান মৎস্য আড়ৎতের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় মাছ‌টি কি‌নে নেন।

মঙ্গলবার (৪ মে) ভোর রাতে খালেক সরদার না‌মে এক জে‌লের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখ‌তে ৫ নং ফেরি ঘাট এলাকায় ভিড় জমে উৎসুক জনগণের।

ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ভোর রা‌তে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফে‌ললে খালেক সরদার না‌মের এক ‌জে‌লের জা‌লে বড় এক পাঙ্গাস ধরা প‌ড়ে। প‌রে মাছ‌টি ওজন দি‌য়ে দেখা যায় পাঙ্গাস‌টি ওজন ১৩ কে‌জি। সকা‌লে মাছটি ওই জে‌লে দৌলত‌দিয়া ঘাটের আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে তি‌নি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লা‌ভের মাছটি বিক্রির জন্য ঢাকা সহ বি‌ভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ কর‌ছেন। সী‌মিত লা‌ভে মাছ‌টি বি‌ক্রি কর‌বেন।

(একে/এসপি/মে ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test