E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও গম সংগ্রহ শুরু

২০২১ মে ০৪ ১৭:৫৪:৪৮
কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও গম সংগ্রহ শুরু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের সদর এলএসডি অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে অভ্যন্তরিণ সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান, জেলা খাদ্য পরির্দশক পারভেজ হাসান, উপখাদ্য পরিদর্শক বাবলু মিয়া, সহকারি উপখাদ্য পরির্দশক জেসমিন আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।

কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান জানান, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১হাজার ৫৫৩ মে.টন চাল ও ১০৫ মে.টন গম সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ১টন ধান বা গম সরবরাহ করতে পারবেন। সরকারিভাবে ধানের মূল্য কেজিতে ২৭ টাকা এবং গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামি ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে।

(পিএস/এসপি/মে ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test