E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্নিকাণ্ডে নিঃস্ব আশ্রয়ণ প্রকল্পের ২০ পরিবার

২০২১ মে ০৫ ১৪:১৮:১৬
অগ্নিকাণ্ডে নিঃস্ব আশ্রয়ণ প্রকল্পের ২০ পরিবার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়েছে ২০ টি পরিবার। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ওই অসহায় পরিবারগুলোর চৌকি, বিছানা, মশারিসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় মুরাদুজ্জামানের কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় দুই হাজার বর্গফুটের ওই ঘরটির বিভিন্ন কক্ষে ২০টি অসহায় পরিবার থাকতেন।

ইসলামপুর উপজেলার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মেলান্দহ থেকেও ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় অগ্নিকাণ্ডের কবল রক্ষা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের আরো ৪০টি পরিবার।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খায়রুল আলম জানান, কেউ বলছে গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে। আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বড় একটি ঘর পুড়ে ২০টি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

(আরআর/এসপি/মে ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test