E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জ মার্কেটে উপচেপড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি! 

২০২১ মে ০৫ ১৬:৫১:৪৭
পীরগঞ্জ মার্কেটে উপচেপড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি! 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানছে না কোন স্বাস্থ্যবিধি মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়। কঠোর লকডাউনে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার কথা থাকলেও মানছে না দোকান ব্যাবসায়ীরা। 

বুধবার সকাল থেকেই পীরগঞ্জ উপজেলার পৌরশহরের ঢাকাইয়া পট্টি কাপড়ের দোকানগুলোতে, সমবায় সুপার মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। এসময় ক্রেতা- বিক্রেতাদের কাউকে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে মুখেই নেই মাস্ক ও সামাজিক দূরত্ব মানছে না কেউ। এদিকে যতই ঈদ ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই নীরবতা পালন করছে স্থানীয় প্রশাসন।

লকডাউন চলাকালে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ১০ থেকে রাত ৮ টা পযর্ন্ত দোকানপাট ও শপিংমোল খোলা থাকার কথা কিন্তু নিয়ম বহিরভুত ভাবে রাত ১২ টা পায়র্ন্ত বর্তমানে পীরগঞ্জে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকছে। হাটবাজার, চায়ের দোকানে, রাস্তাঘাট, ব্যাংকসহ প্রতিটি স্থানেই জনসমাগম লেগেই আছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এদিকে ০৪ মে পর্যন্ত পীরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। বর্তমানে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৬ জন । এর মধ্যে মারা গেছেন ৫ জন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরকারি উপ-সহকারি কর্মকর্তা (প্রাণী) আজম রেহমান বলেন, পীরগঞ্জে সরকারের কোনো নির্দেশনা মানছে না জনগণ । মার্কেট গুলোতে প্রচন্ড ভিড়। ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে এ উপজেলাতে ভয়াবহ রুপ ধারণ করতে পারে কোভিড- ১৯ ভাইরাস। যদিও সরকারের বিভিন্ন পক্ষ থেকে বার বার জনগণকে সচেতন করার চেষ্ট করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের প্রতি আবারোও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অনুরোধ জানান তিনি।

(এস/এসপি/মে ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test