E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুরিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে গ্রাম পুলিশ খুন!

২০২১ মে ০৬ ১৪:০৯:৩৮
চুরিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে গ্রাম পুলিশ খুন!

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুরে চুরিতে বাধার সম্মুখীন হয়ে সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক গ্রাম পুলিশ সদস্য নিজ বাড়ির অদুরেই হত্যাকান্ডের শিকার হলেন।

বৃহস্পতিবার ভোররাতে সাহরির কিছুক্ষণ পুর্বে চোরদলের সদস্যরা এ হত্যাকান্ড ঘটিয়ে সড়কের পাশে লাশ ফেলে রেখে চলে যায়।

নিহত আব্দুর রউফ (৩৫) উপজেলার উওর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশু সন্তানের জনক রউফ উপজেলার উওর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ গ্রাম পুলিশ সমিতি তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার উওর বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শবদর আলী জানান, বৃহস্পতিবার ভোররাতে সাহরির কিছুক্ষণ পুর্বে উপজেলার বোরোখাড়া নতুন ভাবে তৈরী করা নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে থাকা অবস্থায় ২ থেকে ৩ জনের সংঘবদ্ধ একটি চোরের দল তার নিজ ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারী চুরি করে নিয়ে যাচ্ছিল।

বিষয়টি দেখে ফেলেন রউফ। এরপর পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করে জাগিয়ে তোলার চেষ্টা করার পাশাপাশী চোরদের ধরতে পিছু নিলে চোর দলের সদস্যরা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের পাশের্^ কয়েকটি ঘাঁ দিয়ে বাড়ির অদুরে কাঁচা সড়কের পাশে তার লাশ ফেলে রেখে চলে যায়।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কি কারনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপাতত নিশ্চিত হতে পারিনি।

(এইচ/এসপি/মে ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test