E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কানাইপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২০২১ মে ০৬ ১৮:০৫:২২
কানাইপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদী হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ৭৭৫ জন শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার খাদ্য সামগ্রী তালিকায় যা যা ছিল; ১০কেজি চাউল, ১কেজি ডাউল, ১ কেজি ছোলা, ১কেজি ৫০০গ্রাম চিনি, ১প্যাকেট সেমাই, ৫০০গ্রাম ওজনের ১প্যাকেট দুধ ও ৫০০গ্রাম কিচমিচ এগুলোর সমন্বয়ে মানসম্মত প্রতিটি প্যাকেট তৈরি করা হয়। এতে খাদ্য সামগ্রীর মোট সংখ্যা হয়েছিল ৭৭৫টি ।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আরিফ, মোঃ তাজুল ইসলাম তারেক, মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন, সহকারী প্রধান মাওলানা নুরুল আমিন শামীম এবং সাধারণ শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন জানান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রতনপুর গ্রুপের চেয়ারম্যান এবং হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার মাননীয় সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান স্যারের আন্তরিক উদ্যোগে মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা হিসাবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্যারের উদ্যোগে বৈশ্বিক মহামারী কোভিড ১৯ সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করে থাকেন, সেই ধারাবাহিকতায় আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে আমরা মাদ্রাসার উদ্যোগে উপবৃত্তির ব্যবস্থা করে থাকি।

(ডিসি/এসপি/মে ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test