E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান রানা সরদার

২০২১ মে ০৬ ২১:৩২:২৬
ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান রানা সরদার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ৪৩টি মসজিদের ৮৬ জন ঈমাম মুয়াজ্জিন ও ৩ জন খতিবকে ‘ঈদ উপহার’ বাবদ নগদ টাকা তুলে দিয়েছেন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থে এসব মসজিদের ৪৩ জন ঈমাম ৪৩ মুয়াজ্জিন ও ৩ জন খতিবের মাঝে নগদ  ৬৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সাঁড়া ইউনিয়ন পরিষদ মিলনায়নে ‘ঈদ উপহার’ বাবদ টাকা তুলে দেওয়া হয়। ঈমামদের জন্য জনপ্রতি ১ হাজার টাকামুয়াজ্জিনের৫০০ টাকা এবং ৩ মসজিদের খতিবকে ১ হাজার টাকা দেওয়া হয়েছে।

এসময় সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমসেদ আলী সরকার, সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান রিপন, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন আনা সরদার, মাজদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খাঁন, সাঁড়া ইউনিয়ন পরিষদের কাজী, প্রভাষক জাকারিয়া হুসাইন, সাঁড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রানা সরদার জানান, আমার ইউনিয়নে করোনাকালীন সময়ে কর্মহীন হতদরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মসজিদে ঈমামমুয়াজ্জিন ও খতিবের দায়িত্ব যারা পালন করেন, তাদের পরিবার নিয়ে ঈদের দিনটি যাতে আনন্দে কাটান, সেজন্য আমি ব্যাক্তিগতভাবে সামান্যই সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, প্রতিটি মহল্লায় বিত্তবান মানুষ আছে। প্রতিটি মানুষ যদি তার আশেপাশের একজন হতদরিদ্র পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কেউ অভাবে কষ্ট পাবে না। তিনি সাঁড়া ইউনিয়নের বিত্তবান মানুষদেরকে হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।

(এসকেকে/এসপি/মে ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test