E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গান্দুলিয়া সীমান্তে ১৬ প্যাকেট গলদা চিংড়ির রেনুসহ গ্রেফতার ৩ 

২০২১ মে ০৭ ১৭:৩৪:০৫
গান্দুলিয়া সীমান্তে ১৬ প্যাকেট গলদা চিংড়ির রেনুসহ গ্রেফতার ৩ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধপথে নিয়ে আসার সময় একটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও ১৬ বল গলদা চিংড়ির রেনুসহ তিনজনকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার ভোর চারটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গান্ধুলিয়া মোড় থেকে এসব আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান সরদারের ছেলে বিএনপি ক্যাডার রবিউল ইসলাম সরদার (৫৫), একই উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে প্রাইভেটকার চালক মিল্টন মোড়ল (৩২) ও নাংলা গ্রামের জামালউদ্দিন তালুকদারের ছেলে রবিউল আওয়াল (৩৬)।

কালীগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম জানান, বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে বাঁশঝেড়িয়া সীমান্ত দিয়ে প্রতিদিন ভোরে ভারতীয় গলদা রেনু অবৈধপথে বাংলাদেশে ঢুকছে । প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে ওই মাছের রেনু দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে মাছের সেটে নিয়ে যাওয়া হয়।

পারুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক হোসেন বাবুর ক্যাডার হিসেবে পরিচিত উত্তর পারুলিয়া গ্রামের ২০০৫ সালে পারুলিয়ার জলিল হ্যাচারীকে অগ্নিসংযোগ করা মামলার প্রধান আসামী রবিউল ইসলাম (৫৫) কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম পরিচয় দিয়ে ওই রেনু পোনা পাচার করে থাকে। এ পাচার বন্ধ করার জন্য তিনিসহ এলাকার কয়েকজন যুবক সচেতন ছিলেন।

রবিউল ইসলাম আরো জানান, শুক্রবার ভোর চারটার দিকে ঢাকা মেট্রো-গ-১১-৩৫৬৩ নীল রং এর একটি প্রাইভেট কার ও তার পিছনে থাকা সাতক্ষীরা- ল-১২-১৫৬০ এর একটি লাল রং এর পালচার মোটর সাইকেল গান্দুলিয়া মোড়ে আটক করা হয়। প্রাইভেটকারের মধ্যে ১৬ প্যাকেট ( বল ) গলদা রেনু দেখতে পান তারা। আটক করেই ফোন দেওয়া হয় ৯৯৯ এ। এরপরপরই ৪টা ০৫ মিনিটে ০১৮৩৫-০১৭৪২৯ সিম থেকে নিজেকে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম পরিচয়ে তার ০১৯৪৯-২৪০৩৪৭ নম্বর মুঠে ফোনে ফোন করে রেনু পোনা তার বলে গাড়ি ছেড়ে দিতে বলেন। ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকার, মোটর সাইকেলসহ পারুলিয়া গ্রামের বিএনপি ক্যাডার রবিউল ইসলাম, প্রাইভেটকার চালক একই গ্রামের মিল্টন মোড়ল ও নাংলা গ্রামের রবিউল আওয়ালকে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে বলায় তিনি ওই নাম্বারে ফোন করেছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, আটককৃত গলদা রেনু পোনার দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা জমা দেওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে প্রাইভেটকার ও মোটর সাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তা তানায় আটক রাখা হয়েছে।

(আরকে/এসপি/মে ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test