E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে অসহায় পরিবারের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোকসানা

২০২১ মে ০৭ ২৩:২২:০২
সুবর্ণচরে অসহায় পরিবারের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোকসানা

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : করোনা থামিয়ে দিযয়েছে কৃষিপ্রধান এলাকা নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরের চিরচেনা কর্মচাঞ্চল্য। প্রশাসনের বিধি নিষেধের মধ্যে প্রত্যন্ত এ অঞ্চলের অধিকাংশ কর্মই বন্ধ। এমন পরিস্থিতির মুখে কখনই পড়েনিনি এ জনপদের মানুষ। ভীষণ বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর ও হতদরিদ্র্ররা। সুবর্ণচরে এমন ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চরজুবিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে মহিলা প্রার্থী রোকসানা কামাল চৌধুরী।

স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে স্বামীর সহায়তা বৃহস্পতিবার সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়ন ৩০০ পরিবারের প্রত্যেকে ঈদ সামগ্রী ও রোজার খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রোকসানা কামাল ঐ ইউনিয়নের হাজী ছৈয়দের রহমান চৌধুরীর পুত্র বধূ ও ব্যবসায়ী কামাল চৌধূরীর সহধর্মিনী।

চর জুবিলী ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, দুধ, কিসমিস, খেঁজুর। আর রোজার সামগ্রীর মধ্যে বুট ,মুডি, বেসন,খেঁজুর ও সাবান রয়েছে।

যার যা সামর্থ আছে, সেই অনুযায়ী এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে সবাই এগিয়ে এলে সংকট কাটিয়ে উঠতে পারবে মানুষ এমন মত এই মহিলা চেয়াারম্যান প্রার্থীর। তিনি বলেন, দেশের এই দুর্েযাগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে ধন্য মনে করছি। শুধু সরকার নয়, যে কোনো দুর্েযাগের সময় সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এলে কেউ অনাহারে থাকবে না।

(এস/এসপি/মে ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test