E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করছেন চিত্রশিল্পী পান্না

২০২১ মে ০৮ ১৮:০৯:৫২
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করছেন চিত্রশিল্পী পান্না

দীপক চক্রবর্তী, মাগুরা : করোনাকালীন লকডাউেেনর এই দু:সময়ে অনেক পরিবার হয়েছে অসহায় । কাজ নেই,খাবার নেই, নেই কোন সহায়তা । এই দু:সময়ে অনেক পরিবারের সদস্যরা খাবার না খেয়ে রয়েছেন অভুক্ত । সেই সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের পাশে খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন মাগুরার চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না । নিজের কোন আর্থিক সঙ্গতি নেই,নেই কোন বড় ফান্ড । ৩৫ বছর বছর ধারে তিনি চিত্রশিল্পের সাথে জড়িত । মাগুরা শহরতলীতে নিজের “নন্দন” আর্ট স্কুলের পরিচালক তিনি । ছোটবেলা বেলা থেকেই তিনি শিশুদের সাথে নিবিড় ভাবে মিশে আছেন । শিশুর মন কোমল, সুন্দর ও পরিচ্ছন  তাই তিনি  শিশুদের ভালোবাসেন ।

চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না জানান,লকডাউনের এই সময়ে শহর ও গ্রামের অনেক অসহায় পরিবার রয়েছে বিপাকে । কোন পরিবারে কেউ চালায় রিকসা,কেউ ভ্যান,কেউ অটো ,আবার কেউ শ্রমিকের কাজ করেন । করোনার এই মহামারীতে সরকার ঘোষিত লকডাউনে অনেক পরিবারের শিশুরা রয়েছে অভুক্ত । তাদের দেখলে আমার চোখে পানি এসে যায় । মন কাঁদে আর ছটফট করে । কারণ আমি সারাজীবন শিশুদের নিয়েই কাজ করছি । শিশুদের মাঝেই বেঁচে থাকতে চাই আজীবন । এই জন্য নিজের ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের কিছু ভালো মানুষের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করছি । লকডাউনের এই সময়ে আমি সদরের করচাডাঙ্গা গ্রামে প্রতিদিনই প্রায় ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের দুপুরের খাবার বিতরণ করছি ।

বিতরণকৃত খাবারের মধ্যে সাদা ভাত,ডাল ও ডিম রয়েছে । আবার কোন কোন দিন খিচুরি ও মুরগির মাংসও বিতরণ করছি । এই গ্রামেই আমি নিজের গড়া সংগঠন “মুক্তিগাথা” নামে একটি সংগঠন তৈরি করেছি । সেখানে শিশুদের চিত্রাংকন,প্রাক-প্রাথমিক শিক্ষা,আবৃত্তি,সংগীত ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিষয়ে পাঠ দেওয়া হয় । তাছাড়া সদরের শ্রীকুন্ডী,গোয়ালখালী,নড়িহাটি ও শিবরামপুর গ্রামেও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করছি ।

সরজমিন সদরের করচাডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় ,চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করছেন । সেখানে তিনি গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী,বয়স্ক নারী,বিধবাদেরও খাবার বিতরণ চলছে ।

করচাডাঙ্গা গ্রামের খাবার পাওয়া সুবিধাবঞ্চিত শিশু সুমাইয়া জানান,আমি ৪র্থ শ্রেণিতে পড়ি । আমার বাবা অটো চালক । লকডাউনে বাবা আর অটো চালায় না । তাই আমাদের পরিবার খবুই সমস্যার আছে । আমি খাবার খাবার পেয়ে খুবই খুশি ।

এই গ্রামের কৃষক সোনা মিয়া জানান, আমাদের গ্রামে সুবিধাবঞ্চিত ,অসহায়,দু:স্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করছে পান্নাভাই । তার এই উদ্যোগকে গ্রামবাসী সাধুবাদ জানিয়েছে । গত বছর করোনার সময়েও তিনি শিশুদের মাঝে খাবার বিতরণ করেছিলেন । শুধু খাবারই নয় তিনি এই গ্রামের শিশুদের নিয়ে অনেক কাজ করেন । শিশুদের চিত্রাংকন শেখার পাশাপাশি তিনি তাদের প্রাক-প্রাথমিক শিক্ষা দিচ্ছেন ।

পান্না ভাইয়ের এই মানবিক উদ্যোগকে মাগুরাবাসী সাধুবাদ জানিয়েছে । ইতিমধ্যে তার এই কাজে সহযোগিতা করার জন্য সমাজের অনেকে এগিয়ে এসেছে ।

(ডিসি/এসপি/মে ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test