E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

২০২১ মে ০৮ ১৮:৫০:৫৯
জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরকারিভাবে আমন ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ মে) দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে এটি উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, চলতি বোরো মওসুমে জেলায় ২৬ হাজার মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৩৪৫ টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।

এছাড়া চলতি মৌসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৪২১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৬ মেট্রিক টন। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল ৪০ টাকা, প্রতিকেজি ধান ২৭ টাকা এবং প্রতিকেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে।

(আরআর/এসপি/মে ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test