E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইকো-ট্যুরিজমের নামে প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

২০২১ মে ০৯ ১৬:৫৮:৫০
ইকো-ট্যুরিজমের নামে প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে প্রাকৃতিক বন, আদিবাসীদের ভূমি, স্থাপনা ও কবরস্থান ধ্বংস করে ইকো-ট্যুরিজম উন্নয়ন ও আরবোরেটুম বাগানের নামে প্রাচীর নির্মাণ ও অন্যান্য স্থাপনা তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। রোববার (৯ মে) সকালে উপজেলার জলছত্র পঁচিশ মাইল এলাকায় আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি জন জেত্রা,গারো স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, আজিয়ার সদস্য সচিব শ্যামল মানখিন,টিটু সিমসাং,লিয়াং রিছিল,এডওয়ার্ড মাংসাং প্রমুখ।

বক্তারা বলেন, মধুপুরের টেলকী গ্রামে আদিবাসীদের ভূমি ও প্রাচীন কবরস্থানে ইকো-ট্যুরিজম উন্নয়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস করে আরবোরেটুম বাগান রেস্ট হাউজ নির্মাণ এবং প্রাচীর নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় মধুপুরের আদিবাসী জনগণ কঠোর আন্দোলন করে তা প্রতিহত করবে বলে হুশিয়ারী দেন।

এছাড়া করোনাকালিন সময় বিবেচনায় ডাকযোগে পরিবেশ বন ও জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হবে বলেও জানান তারা।

(আরকেপি/এসপি/মে ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test