E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা তুলে নিতে বাদীকে প্রাননাশের হুমকি, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

২০২১ মে ০৯ ২৩:০৭:০৮
মামলা তুলে নিতে বাদীকে প্রাননাশের হুমকি, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২০ নং ওয়ার্ডে দড়িসোনাকান্দা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আদালত জামিন না মঞ্জুর করে ইব্রাহীম খোকা (৪৫) নামে এক লম্পটকে জেল হাজতে প্রেরন করেছে আদালত । 

রবিবার (৪ মে) দুপুরে আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালত জামিন না মঞ্জুর করলে তাকে জেল হাজতে প্রেরন করেছে । এ ঘটনায় ওই ৩ সন্তানের জননী বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নংঃ- ০৬। লম্পট ইব্রাহীম খোকা (৪৫) বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মৃত আজিজল মিয়ার ছেলে।

এ বিষয়ে গণমাধ্যমকে মামলার বাদী ৩ সন্তানের জননী জানান, গত ২৬ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় দড়িসোনাকান্দা ব্যাপারিপাড়া রাস্তার উপর লম্পট ইব্রাহীম খোকা আমার ছোটো ভাই আলামিন কে দেখে অকথ্য ভাষায় গালি-গালাজ করেও মামলা প্রত্যাহার না করলে আমাকে ও আমার ভাইদেরকে প্রাননাশের হুমকি দেয়। এবং লম্পট ইব্রাহীম খোকা জেল হাজতে যাওয়ার পর থেকে তার পরিবারের লোকিজন মামলা তুলে নিতে নানান ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি এবং আমার পরিবার সেজন্য প্রানভয়ে আতঙ্কিত অবস্থায় আছি। আমি এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের হস্তক্ষেপ কামনা করছি।

(এ/এসপি/মে ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test