E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিএনপি নেতা বহিস্কারে প্রতিহিংসার অভিযোগ, প্রত্যাহার দাবি

২০২১ মে ১১ ১৬:২৮:০৮
জামালপুরে বিএনপি নেতা বহিস্কারে প্রতিহিংসার অভিযোগ, প্রত্যাহার দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপি নেতা শামীম আহম্মেদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনের দলের ভেতর একনায়কতন্ত্রিতা ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে শামীম আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন নেতারা।

তবে এই দাবি নাকচ করে দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড, দলীয় শৃংখলা ভঙ্গসহ বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে প্রকাশ্য সরকার দলীয় প্রার্থীর নির্বাচনে অংশ নেয়ার অভিযোগে জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আদাহমেদকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কারের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ৭ মে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বহিস্কারের আদেশপত্রে তাকে জামালপুর জেলা বিএনপির সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।

এ বিষয়ে বহিস্কৃত নেতা শামীম আহম্মেদ জানান, এসব বানোয়াট ও ভিত্তিহীন। আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনের কূটকৌশলে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানিয়ে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করছি।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, কাজী মশিউর রহমান, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান মুক্তা, মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সাত্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, যুবনেতা জিয়াউল হক জিয়া, আবু আশিক মল্লিক বাবু প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা অবিলম্বে জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় পদে বহাল রাখার দাবি জানান।

(আরআর/এসপি/মে ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test