E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২০১৪ আগস্ট ৩১ ১৬:৩০:৩৮
সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লক্ষীপুর প্রতিনিধি : কাজ করার সময় অসুস্থ হয়ে সৌদি আরবের দাম্মাম নগরীতে হারুনুর রশিদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি সেখানে একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টার দিকে দাম্মামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হারুনলক্ষ্মীপুর জেলার সদর পৌরসভার ১০নং ওয়ার্ডের মজুপুর গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে।

নিহতের শশুর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উল্যা মাস্টার রোববার জানান, শনিবার সকালে নিজ দোকানে কর্মরত অবস্থায় হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দাম্মাম একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

এদিকে নিহতের বড় ভাই রুহুল আমিন গত রাতে সৌদি আরব থেকে ভাইদের মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন।

বিয়ের আগে থেকেই হারুনুর রশিদ সৌদি প্রবাসী ছিল। ৯ বছর আগে মফিজ উল্যা মাস্টারের মেয়ে শিউলি আক্তারের সাথে তার বিয়ে হয়। আসমা আক্তার শিলা (৭) ও ফারহান নাবিদ (৩) নামে দুই সন্তান রয়েছে তাদের । চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ৬ মাসের ছুটি কাটিয়ে ফের সৌদি আরবে চলে যায় সে।

রুহুল আমিন আরও জানান, ছোট ভাইয়ের লাশ দেশে আনার ব্যাপারে সৌদিতে বাংলাদেশি দুতাবাদের সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপও প্রয়োজন।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test