E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বোরো মৌসুমে চাল সংগ্রহ শুরু

২০২১ মে ১২ ১৪:০৬:২৩
চাঁদপুরে বোরো মৌসুমে চাল সংগ্রহ শুরু

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের ধান ও চাল সংগ্রহ কর্মসূচি -২০২১ শুরু হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ মে রোববার দুপুরে ধান-চাল কেনার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

তিনি বলেন, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। কৃষক যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায় এজন্যে সরকার সরাসরি তাদের কাছ থেকে ২৭ টাকা কেজিতে ধান এবং মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজিতে চাল কিনছে। বরাদ্দ অনুযায়ী সরকারের এ কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

এবার বোরো মৌসুমে চাঁদপুর থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৮ হাজার ৮৬ মেট্রিক টন ধান, ১৫ জন মিলারের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৭ হাজার ১০৭ টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ধান-চাল কেনা শুরু হয়েছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চাঁদপুর সিএসডি গুদামে এই ধান-চাল কেনার উদ্বোধন করা হয়। এ সময় এনএসআই কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, চাঁদপুর সিএসডি ব্যবস্থাপক শফি আফজালুল আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সিএসডি ব্যবস্থাপক জানান, প্রথম দিন একজন কৃষকের কাছ থেকে ৩ টন এবং পূবালী ও রুপালি অটো রাইস মিল থেকে ১২৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

(ইউ/এসপি/মে ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test