E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে শ্রমিকলীগ নেতার রগ কর্তন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

২০২১ মে ১৭ ১৬:২৯:২২
আত্রাইয়ে শ্রমিকলীগ নেতার রগ কর্তন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষে হামলায় আহত আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধরণ সম্পাদক সরদার সোয়েবের (৪০) স্ত্রীর দায়েরকৃত মামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ । রবিবার দিনগত রাতে সাহেগঞ্জ গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলা পরিষদ নিউ মার্কেটের ২য় তলায় “আত্রাই ইনফরমেশন সেন্টার” নামে সরদার সোয়েব তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এমন সময় কতিপয় যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে তার ওপর অতর্কিত হামলা করে তার ২ হাত ও ২পায়ের রগ কেটে দেয়। এ সময় তিনি মেঝেতে লুটিয়ে পড়লে হামলাকারীরা নির্বিঘেœ ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর রাতে আহত সরদার সোয়েবের স্ত্রী সাবিনা সুলতানা ঝর্ণা বাদি হয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে মূল পরিকল্পনাকারী ও তার ছেলে মির্জা রাব্বিসহ ১২ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় এবং সোমবার তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এক সময়ের রক্তাক্ত জনপদে দীর্ঘদিন পর ফের রক্ত ঝরার এই বিষয়টি এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

(বিএস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test