E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে আদিবাসীদের ফুটবল প্রতিযোগিতা ও মনোরম নৃত্য পরিবেশন

২০২১ মে ১৭ ১৬:৩১:৪৫
ধামইরহাটে আদিবাসীদের ফুটবল প্রতিযোগিতা ও মনোরম নৃত্য পরিবেশন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে স্টার সানডে উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সম্প্রদায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার বেনীদুয়ার মিশন মাঠে ৮ টিমের এই খেলার উদ্বোধন করেন, ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

বেনীদুয়ার মিশনপাড়ার সেন্ট পিটার্স ক্লাবের উদ্যোগে ও আদিবাসী নেতা রবিন কিস্কুর সভাপতিত্বে এ প্রতিযোগিতায় ধামইরহাট উপজেলার জগদল, শিবরামপুর পত্নীতলার মারীয়াপাড়া, বদলগাছীর লক্ষীকুল, জয়পুরহাট জেলা, নাটোরের ডি এন এস, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর (আড্ডা) ও দিনাজপুরের ঘোড়াঘাট একাদশ তাদের ক্রীড়া নৈপূন্য প্রদর্শণ করেন।

চুড়ান্ত পর্যায়ে সন্ধ্যা ৬ টায় ট্রাইবেকারে ১ গোলে জগদল আদিবাসী একাদশকে হারিয়ে রহনপুর একাদশ চ্যাম্পিয়ন হলে সন্ধ্যা ৭ টায় পুরস্কার হিসেবে বিজয়ীদল রহনপুর একাদশকে ১৫ হাজার টাকা ও বিজিত দল জগদল একাদশকে ১২ হাজার টাকা তুলে দেন ফাদার ফাবিয়ান মারান্ডি।

পুরস্কার বিতরনী সভায় এ সময় আদিবাসী রমনীরা মনোরম নৃত্য পরিবেশন করেন। আদিবাসী নেতা জোনাস হেমরম, সহকারী শিক্ষক দানিয়েল পূর্তি, সেন্ট পিটার্স ক্লাবের অন্যতম সদস্য প্রনয় কিস্কু, কার্লো হেমব্রম, রবি তপ্প, রিগেন মার্ডি, মজেস কিস্কু প্রমুখ উপস্থিত র্ছিলেন।

(বিএস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test