E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ঈদ উপলক্ষে প্রীতি ভলিবল খেলায় নড়াইল জেলা পুলিশ চ্যাম্পিয়ন

২০২১ মে ১৭ ১৬:৫৫:৩৩
ঈদ উপলক্ষে প্রীতি ভলিবল খেলায় নড়াইল জেলা পুলিশ চ্যাম্পিয়ন

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ভলিবল খেলায় নড়াইল জেলা পুলিশ নড়াইল জেলা সাংবাদিক একাদশকে ২-১ সেটা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল বিকাল পাঁচটায় জেলা পুলিশ সুপারের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় যে ২টি দল অংশগ্রহণ করেন নড়াইল জেলা পুলিশ ভলিবল একাদশ এবং নড়াইল জেলা সাংবাদিক ভলিবল একাদশ । শ্বাসরুদ্ধকর এ খেলা দেখতে জেলার সকল সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়।

খেলা শেষে উভয় খেলোয়ারদের পুরস্কার বিতরণ করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ।

(এস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test