E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে এসেই নদী ভাঙন কবলিত এলাকায় ছুটে গেলেন মাশরাফি

২০২১ মে ১৭ ১৭:০৭:২৭
নড়াইলে এসেই নদী ভাঙন কবলিত এলাকায় ছুটে গেলেন মাশরাফি

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইল ২ আসনের মানবিক সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৭ মে) নড়াইলের লোহাগড়া উপজেলায় নদী ভাঙ্গন কবলিত ইতনা এলাকায় পরিদর্শনে যান জনগনের এমপি মাশরাফি।

ঈদের দুইদিন পরই আজ সকালে ঢাকা থেকে নড়াইলে আসেন মাশরাফী। সরেজমিনে নিজ এলাকার ভাঙন পরিস্থিতি ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয়ার মধ্য দিয়ে এমপি মাশরাফীর নিরন্তর ছুটে চলার যাত্রা শুরু হয়। তিনি মধুমতী পাড়ের ভাঙ্গনপীড়িতদের দুর্দশা দেখতে সকালে ইতনা এলাকায় পৌঁছান। মাশরাফীর আগমনে সমবেত জনতার শারীরিক দূরত্ব নিশ্চিতে সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদেরও যথেষ্ট বেগ পেতে হয়।

মাশরাফি নিজেই ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন। প্রাণের মানুষকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। মাশরাফী সহায় সম্বলহারা মানুষের কথা শোনেন, তাদের সকল ধরনের সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন। নড়াইলে এসে নড়াইলের জনগণের দ্বারে দ্বারে গিয়ে সুখ-দুঃখের কথা শুনছেন এবং দেখাচ্ছেন আগামী দিনে সম্ভাবনার স্বপ্ন।

সকাল থেকে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার এ যাত্রার সঙ্গী ছিলেন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(এস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test