E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে সাংবাদিকদের মানববন্ধন ও কর্মবিরতি

২০২১ মে ১৯ ১৭:৪৯:৩৯
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে সাংবাদিকদের মানববন্ধন ও কর্মবিরতি

শরীয়তপু জেলা প্রতিনিধি : প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ৫ ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতনন শেষে মিথ্যা সাজানো মামলায় কারারুদ্ধ করার প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে শরীয়তপুরে শতাধিক সাংবাদিক মুখে কালো কাপড় বেধে মানববন্ধন, চার ঘন্টা কর্মবিরতি ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (১৯ মে) সকাল ১০ টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শরীয়তপুরে কর্মরত শতাধিক সাংবাদিক এ কর্মসূচি পালন করেছে। এসময় বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, সংবাদকর্মী রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি শুধু ব্যক্তির উপরই আক্রমণ নয় বরং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সাংবাদিকতা পেশার উপর হামলা। এসময় সাংবাদিক নেতারা আরও বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং যথাযথ তদন্ত করে তাকে নির্যাতনে সরাসরি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে সাংবাদিকরা শরীয়তপুর জেলা প্রসাশক মো. পারভেজ হাসানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে। শতাধিক সাংবাদিক জেলা প্রশাসক কার্যালয়ের দোতালায় দাড়িয়ে বুকে প্লাকার্ড ঝুলিয়ে শরীয়তপুর জেলা প্রসাশক মো. পারভেজ হাসানের কাছে স্বেচ্ছায় কারাবরণ করার আবেদবন করেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে শরীয়তপুরের সাংবাদিকরা সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত চার ঘন্টা কর্মবিরতিও পালন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হোসেন সরদার(দৈনিক বাংলাদেশের খবর), কাজী নজরুল ইসলাম( যায়যায়দিন), আবুল বাশার(একুশে টিভি, জনকণ্ঠ), কে এম রায়হান কবীর(এসএ টিভি, যুগান্তর), মফিজুর রহমান রিপন(বিটিভি, সময় টিভি), সত্যজিৎ ঘোষ(প্রথম আলো), এম এ ওয়াদুদ মিয়া (দৈনিক জাগরণ), বিএম ইশ্রাফিল(ডিবিসি নিউজ), নুরুল আমিন রবিন(ইন্ডিপেনডেন্ট টিভি), কাজী মনিরুজ্জামান (যমুনা টিভি) কাজী নাছির(এসিয়ান টিভি), এম হারুন অর রশীদ ( ভোরের ডাক),খোরশেদ আলম বাবুল(এস টিভি), মনিরুজ্জামান খোকন(বর্তমান দিন), এ্যাড. আজিজুর রহমান রোকন (সিনিয়র আইনজীবী),মেহেদী হাসান ( দৈনিক জনতা), আলী কাজী ( ক্রাইম ভিশন) শাহাদাত হোসেন খান, (দৈনিক সকালের সময়), মো. ফারুক হোসেন(আমার সময়), বোরহান উদ্দিন রাব্বানী (নয়া দিগন্ত) সাইফ রুদাদ( দৈনিক আজকের দর্পণ), সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত প্রতিদিন), মাশহুর খান (গণকথা), ইমরান হোসাইন ( দৈনিক আজকের পত্রিকা) শাওন বেপারী (দৈনিক হৃদয়ে শরীয়তপুর), নুরুজ্জান শেখ ;( দৈনিক জনতা), শেখ নজরুল ইসলাম( প্রভাতি খবর), রফিকুল ইসলাম(প্রাইভেট ডিটেকটিভ), কেএম সাইফুল্লাহ(মানবকণ্ঠ) মো. নাছির উদ্দিন (কালবেলা), মো. সাগর দেওয়ান(আলোকিত সকাল), মো. সাইফুল ইসলাম(জাগো প্রতিদিন), মো. মিরাজ সিকদার(আজকের পত্রিকা), কাজী ফরিদ(দৈনিক সকাল), রকি আহমেদ(এশিয়ান টিভি), সমীর চন্দ্র শীল(দৈনিক মানবাধিকার প্রতিদিন), শাহরিয়ার আহসান বিপুল(দৈনিক আলোকিত সময়), নুরুল ইসলাম খোকন(ইত্তেফাক ডামুড্যা ), শাহাদাত হোসেন হীরু(যায়যায়দিন, ভেদরগঞ্জ), মাহফুজ আলম (কালের কণ্ঠ), মো. শহীদুল ইসলাম(আমার সংবাদ), মো. নান্নু মৃধা(যুগান্তর, ডামুড্যা), জাহিদ হাসান(ডেইলি স্টার), মেহেদী হাসান শিহাব(কালের কন্ঠ, ডামুড্যা) ' মো. রুহুল আমিন(দেশবার্তা), শাকিল আহমেদ(যুগান্তর ভেদরগঞ্জ), মো. মহসীন চোকদার(জীবন বাংলা), নুরুজ্জামান শিপন(বিনিয়োগ বার্তা), নজরুল ইসলাম রিপন(সংস্কৃতি কর্মী), আমিনুর খান(দৈনিক হুংকার), মো. নাজমুল শরীফ(যায়যায়দিন, গোসাইরহাট), জাহাঙ্গীর ছৈয়াল(বাংলাদেশের খবর), মো. শাহেদ আহমেদ(জবস টিভি), মেহদেী হাসান শফি( সকালের সময়), শফিকুল ইসলাম(খোলা কাগজ), কালাম সরদার(যায়যায়দিন, ডামুড্যা), সৈকত দত্ত টিটু(গণমুক্তি), হাসান(৭১ বিডি নিউজ), মিতালি মজুমদার(সন্ধ্যাবানী), নাজমুল হক(বন্ধুসভা), মতিউর রহমান, হাসান মাসুদ খান(নাট্যকর্মী)সহ শতাধিক সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান সমেবত সংবাদ কর্মীদের বলেন, আমি আপনাদের আবেগ অনুভব করতে পেরেছি। আপনাদের আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিব ইনশা আল্লাহ।

(কেএন/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test