E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা তালিকায় রাজাকারের নাম, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০২১ মে ১৯ ১৮:০১:০০
বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা তালিকায় রাজাকারের নাম, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নাম মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হওয়ার প্রতিবাদে আজ ১৯ মে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আহমেদ।

আলাউদ্দীন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বোয়ালমারী উপজেলার চরদৈতরকাঠি গ্রামের মো. সিরাজুল ইসলাম ( গেজেট নং ৬৪৪১), গোহাইল বাড়ি গ্রামের বজলুর রহমান ( গেজেট নং ৬৪৪৪), একাত্তরে রাজাকার হিসাবে মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হওয়া হাসামদিয়া গ্রামের আবু দাউদ মেল্যা (মুক্তিবার্তা নং ০১০৮০২০২২৪) সহ ১৯ জনকে অবৈধভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন এদের বিরুদ্ধে অভিযোগ থাকায় ২০১৭ এবং ২০২১ সালে যাচাই-বাছাই এ এদের নাম তালিকা থেকে বাদ দেয়ার সুপারিশ করে "গ" তালিকাভুক্ত করা হয়।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, সাবেক সহকারী কমান্ডার সৈয়দ আবদুর রউফ সিদ্দিকী, কে,এম, জহুরুল হক সহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।

উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাত্তরে যাদেরকে দেখেছি, পাকিস্তানি আর্মিদের সহযোগী, তারাই এখোন মুক্তিযোদ্ধা! জনাব আলাউদ্দিন মিয়া বলেন, এসকল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে আগে যুদ্ধাপরাধী হিসাবে দেখানো হয়। পরবর্তীতে একই ওয়েবসাইটে তাদের নাম মুক্তিযোদ্ধা হিসাবে দেখানোতে তিনি বিস্ময় প্রকাশ করেন।

সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কেউ কেউ এই অনৈতিক কাজে সহযোগিতার জন্যে স্থানীয় প্রশাসনকে দায়ী করেন। সাংবাদিক সম্মেলনে স্থানীয় একটি গ্রাম এবং কিছু প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের নামে নামকরণের প্রতিবাদ করা হয়। অ
অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্যে জনাব মো.আলাউদ্দিন আহমেদ সহ উপস্থিত মুক্তিযোদ্ধাগণ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

(কেএফ/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test