E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

২০২১ মে ১৯ ১৮:১৮:৪৭
রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

এমডি অভি, নারায়ণগঞ্জ : পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে বন্দর মডেল প্রেসক্লাব।

মঙ্গলবার (১৮ মে) সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি এস এম শাহিন ও সাধারণ সম্পাদক মো.শরীফুল ইসলাম এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলেন, রোজিনা ইসলামকে গ্রেফতার হয়রানি শুধু ব্যক্তি রোজিনার ওপরই হামলা নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর চরম আঘাত। রোজিনা ইসলামের ওপর এ নির্যাতন, মামলা, গ্রেফতার অতি দ্রুত সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তার বিররুদ্ধ দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

একই সাথে নির্যাতনমূলক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দায়েরকৃত মামলার নিঃশর্ত প্রত্যাহার দাবি করেছে।

(এ/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test