E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই

২০২১ মে ২১ ১৮:৪৯:২০
শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দুই ছেলে, সহধর্মিণী, ভাই-বোন আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী তিনি রেখে গেছেন।

শুক্রবার (২১ মে) দুপুরে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। রণধীর কুমার দেব ১৯৫৬ সালের ১৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলার সাতগাও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানে জন্ম গ্রহন করেন। ২০০৯ সালে প্রথম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের নির্বাচন পর্যন্ত টানা তৃতীয় বারের মৃত্যুও আগ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এর আগে ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ হিন্দ বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রণধীর কুমার দের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক চীফ হুইপ এবং মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

রনধির কুমার দেব এর মৃত্যুতে সাবেক চীফ হুইপ এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবদেনা জানিয়েছেন। এক শোক বার্তায় আব্দুস শহীদ এমপি বলেন, সিলেট অঞ্চলের মানুষ একজন দেশপ্রেমিক ও জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হারালো।

উল্লেখ্য যে, ২০২০ সালে ৪ অক্টোবর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সযোগে ঢাকা পিজি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার কিছু দিন পর তিনি ভারতে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে শরীরে জটিল রোগ ধরা পড়ে। ভারতে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে দেশে আসলে তাঁর অবস্থা পূনরায় অবনতি হতে থাকে।

আজ (শুক্রবার) সকালে শারীরিক অবস্থা অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুপুরে তাঁর জীবনাবসান হয়।

(একে/এসপি/মে ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test