E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটচাঁদপুরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

২০২১ মে ২৪ ১৭:৩২:৫৯
কোটচাঁদপুরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসী হামলায় বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনসহ ৩ জনকে আহত করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চেয়ারম্যানের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করে।

জানা গেছে, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সম্প্রতি গ্রামের একটি হেরিং রাস্তার কাজ শুরু করে। ওই রাস্তার ছবি উঠিয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক লিমন তার ফেসবুক আইডিতে অশালীন মন্তব্য করে। সেটি দেখার পর আজ বলুহর বাসস্ট্যান্ডে চেয়ারম্যানের ছেলে হৃদয় আহম্মেদের সাথে লিমনের তর্ক-বিতর্ক হয়। এ সময় লিমন তার সহযোগী জাহাঙ্গীর আলম ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে অতর্কিত হামলা চালায়।

চেয়ারম্যান আব্দুল মতিনকে তারা এলোপাতাড়ি হাতুড়ি পেটা করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর নামে লিমনের সহযোগীকে পিটিয়ে আহত করে। পরে হৃদয়কেও পিটিয়ে আহত করে লিমন হোসেন। এ ঘটনায় উভয় পক্ষে ৩ জন আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করে থানা নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মইনুদ্দীন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে সাবেক এমপি ও যুুুুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ অভিযোগ করে জানান, গত কিছুদিন আগে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত যুবলীগের তোরণ ভেঙ্গে নর্দমায় ফেলে দেয় এমপি শফিকুল আজম খান চঞ্চলের লেকজন।

এ জন্য অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল মতিন। এজন্যই এমপি চঞ্চলের নির্দেশেই আব্দুল মতিনের উপর হামলা করা হয়েছ।

এ ব্যাপারে এমপি চঞ্চল জানান ,আমি কাউকে নির্দেশ দেয়নি। লিমনের পিতা লুৎফর রহমান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। যারা মারধোর করেছে তারা আওয়ামী লীগ করে। তারা আমার লোক বা আমার নির্দেশে মারধোর করবে কেন। এটা মিথ্যা প্রচার করা হচ্ছে।

(একে/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test