E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় হামলা ভাংচুর

২০২১ মে ৩০ ১৮:৫৪:২১
শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় হামলা ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রাণীনগর গ্রামে প্রতিপক্ষের বাড়ি ঘরে দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। 

রবিবার (৩০ মে) সকালসহ গত ৩ দিনে অন্তত ২০ টি বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করা হয়। এদিকে হামলার আতংকে পুরুষ শুন্য হয়ে পড়েছে ওই গ্রামে অন্তত ১’শ টি পরিবার।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শফিউদ্দিন জোয়ার্দ্দার ও ইয়ারুস শেখের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ইয়ারুস শেখের সামাজিক দল থেকে কিছু কর্মী শফিউদ্দিনের দলে যোগদান করে। দল ভারী করে ওইদিন রাতেই শফিউদ্দিনের সমর্থকরা ইয়ারুসের সমর্থক সিদ্দিক মোল্লা, লতিফ মোল্লা, তোফাজ্জেল মোল্লা, আসাদুল মোল্লা, সুরাপ মৃধা, নওশের মোল্লা, কালাম মোল্লাসহ ১৫ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। গতকাল রোববার সকালে গ্রামের ফারুক হোসেন, আব্দুল গণি, মোবারেক বিশ্বাস, সাবু বিশ্বাসের ৪ টি বাড়িসহসহ ৩ দিনে মোট ২০ টি বাড়ীঘর ভাংচুর লুটপাট করা হয়। হামলা আতংকে বাড়ি ছাড়া ইয়ারুসের অনেক সমর্থক। ওই গ্রামের তাসলিমা খাতুন নামের এক গৃহবধু বলেন, প্রায় প্রতিদিন শফিউদ্দিনের লোকজন আমাদের বাড়ি ভাংচুর করছে। মারধরের ভয়ে বাড়ির লোকজন পালিয়ে আছে।

এদিকে দফায় দফায় বাড়িঘরে হামলা, ভাংচুরের ঘটনার পর এলাকায় থমে থমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে শৈলকূপা থানার এস আই শামীম বলেন, সে দিন আধিপত্য বিস্তার নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উভয়পক্ষকে শান্ত রাখতে ওসি স্যার নির্দেশ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(একে/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test