E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চাপাইনবাবগঞ্জ ফেরত ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

২০২১ মে ৩১ ০০:০০:৩৩
মৌলভীবাজারে চাপাইনবাবগঞ্জ ফেরত ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে করোনা সংক্রমিত অঞ্চল হিসেবে পরিচিত চাপাইনবাবগঞ্জ ফেরত ৭১ জনের দেহে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকায় সন্দেহ ভাজন হিসেবে মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রোববার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

জানা যায়, এসব ব্যক্তি জীবন-জীবিকার তাগিদে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় ফেরি করে বিভিন্ন পণ্য সামগ্রী দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিলেন।

সম্প্রতি রমজান মাসের শেষের দিকে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ যান তাঁরা। ঈদ উদযাপন শেষে চলতি সাপ্তাহে এরা মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় ৭ জন ও বড়কাপন এলাকায় ৬৩ জন ব্যক্তি প্রবেশ করার সংবাদ রটে। খবর পেয়ে রোববার শহরের চাঁদনীঘাট ও বড়কাপন এলাকার উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এসময় স্থানীয় কয়েকজন কাউন্সিলরকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত মোট ৭১ জন ব্যক্তিকে করোনা সংক্রমন ঝুঁকি মোকাবেলায় সন্দেহ ভাজন হিসেবে কোয়ারেন্টাইন নিশ্চিতে তাদের অবস্থান করা বাসা গুলোতে লাল ফিতা টানিয়ে দেন।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, মোট ৭১ জনকে চিহ্নিত করা হয়েছে তবে তাদের করোনা পরীক্ষা করা হয়নি,সোমবার তাদের করোনা পরীক্ষা করা হবে। তিনি জানান, ফেরত আসা এসব ব্যক্তিদের দেহে করোনার কোন উপসর্গ আছে কি না তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি তবে পরীক্ষা শেষে জানা যাবে।

(একে/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test