E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশিয়ানীতে খালে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

২০২১ মে ৩১ ১৫:০৩:৫১
কাশিয়ানীতে খালে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বলুগা খালে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে সুতি ও ভেসাল জালের মাধ্যমে মাছ শিকার করছেন স্থানীয় একটি মহল।

এতে খালের পানিপ্রবাহ বাঁধাগ্রস্থের পাশাপাশি দেশী প্রজাতির মাছের প্রজনন হ্রাস ও উন্মুক্ত মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র জেলেরা। বাঁশের এ বেড়া অপসারণের দাবি জানিয়েছেন এলাকার দরিদ্র জেলে ও স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ¥ীপুর এলাকায় সরকারি বলুগা খালে কপিল, মিলন ও সুকচাঁন নামে তিন ব্যক্তি আড়াআড়াড়িভাবে বাঁশের বেড়া, বানা, সুতি ও ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘খালে বাঁশের বেড়া দেওয়ায় খালের পানিপ্রবাহ চরমভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। নৌযান চলাচল বিঘেœর পাশাপাশি দেশী মাছের প্রজনন ক্ষেত্রেও চরম হুমকির মুখে পড়ছে। বর্ষাকালে ওইসব এলাকার বিলে মাছের বিচরণ কমে যাবে।’

তারা আরো বলেন, ‘সামনে বর্ষাকাল। এ সময় দেশি প্রজাতির মাছের প্রজনন মৌসুম। খালের পানির সাথে মাছ চলাচল করে। খাল থেকে বর্ষাকালে আশপাশের বিলে মাছ ছড়িয়ে পড়ে এবং বংশবিস্তার লাভ করে। খালে বাঁধ দেওয়ায় মাছের উন্মুক্ত বিচরণ ও বংশবিস্তার হ্রাস পাবে। ফলে এসব এলাকায় দেশী প্রজাতির মাছ দুষ্প্রাপ্য হয়ে পড়বে।’

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ বলেন, ‘খালের মধ্যে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা বেআইনি। কেউ খালে বাঁধ দিয়ে মাছ শিকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাঁধ অপসারণ করা হবে।’

(এল/এসপি/মে ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test