E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

২০২১ জুন ০১ ১৮:২১:০৯
শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে রুহেল আহমদ ( ২৫ ) ওরফে কুবরা নামে এক যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে করে আগুনে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। 

বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিক জানাজানি না হওয়ায় বিষয়টি প্রকাশ পায় ঘটনার পাঁচদিন পর সোমবার (৩১ মে) রাতে । এ ঘটনায় পুরো এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।

সূত্রে জানা যায় মোকামবাজার এলাকার রেহমান মিয়ার ছেলে রুহেল আহমদ ওরফে কোবরা মরণব্যধি ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন যাবত। মাদক ব্যবসার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে এবং এসব অভিযোগে পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছে দীর্ঘদিন।

পারিবারিক সূত্রে জানা যায়, রুহেল দুই সন্তানের জনক, ঘটনার সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে ঘরের মধ্যে অস্থির হয়ে কিছু একটা খুঁজাখুজি করছিল। তাঁর কিছুক্ষণ পর পরই ঘর থেকে বের হয়ে ঘরের সামনের উঠানে ড্রাম থেকে পেট্রোল ঢেলে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই রুহেলের পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য পরিবারের লোকজন দেখে প্রথমে আতঙ্কিত হলেও সাহস করে পরিবারের এক সদস্য আগুন নেভাতে প্রথমে পাশের একটি গুবরের গর্তে রুহেলকে নিয়ে ঝাঁপ দেন, তাতে কাজ না হলে পরবর্তীতে বাড়ি পাশে ডেউয়াছড়ি নামে একটি ছড়ার মধ্যে তাঁকে নিয়ে ঝাঁপিয়ে পরলে আগুন নেভানো সম্ভব হয়,ততক্ষনে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে চামড়া উঠে যায়। তবে ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়,সেখানের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক পাঠিয়ে দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে নিয়ে যাওয়া হয় রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে। বর্তমানে সেখানের বার্ণ ইউনিটে ওই যুবকের চিকিৎসা চলছে।

রুহেলের বড় ভাই জুনেদ আহমদ জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রুহেল এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাটুর উপর থেকে তাঁর শরীরের ৬৩ শতাংশ জায়গা পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম জানান,নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগার ঘটনাটি খুবই মর্মান্তিক,তবে কী কারনে এমন ঘটনা তা জানা নেই।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ওই ঘটনায় কোন অভিযোগ পাননি। তবে ওই যুবকের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ২টি মাদক মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।

(একে/এসপি/জুন ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test