E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে পুরোহিতের মৃত্যু

২০২১ জুন ০৪ ১৮:৫০:৩৩
ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে পুরোহিতের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে সনাতন ধর্মের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত পলাশবাড়ী গ্রামের মৃত সুনীল ভট্রাচার্যের পুত্র পুরোহিত সনাতন ভট্রাচার্য (৫৫) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান। তার ছেলে সজীব ভট্রাচার্যও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। উক্ত সনাতন ও তার পুত্র সজীব হিন্দু ধর্মের পুরোহিত হিসেবে বিভিন্ন জায়গায় পূর্জা অর্চনার জন্য যেতেন। সম্প্রতি পূজা করার জন্য তারা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গিয়েছিলেন বলে তাদের পারিবারিক সূত্র জানিয়েছে। বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তারা করোনায় আক্রান্ত হতে পারেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন,গত ২৫ মে তারিখে সনাতন ও তার ছেলে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। গত ৩১ মে তারিখে বাবা ও ছেলের করোনা পজেটিভ ফলাফল আসে। পরবর্তীতে প্রশাসন তাদের বাড়িটিকে লকডাউন ঘোষনা করে। তিনি ধারণা করছেন তারা ভারতীয় ভেরিয়েন্টে সংক্রমিত হতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, হিন্দু সস্প্রদায়ের নেতা ও সরকারিভাবে সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে সনাতনের শবদেহ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সৎকার করা হয়েছে।

(বিএস/এসপি/জুন ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test