E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

২০২১ জুন ০৫ ১৭:৫১:৫৯
গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

“প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুরাইয়া খানম ও ডা. দুলাল হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী, ভ্যাটেরিনারী সার্জন ডা. বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সফল খামারী রোজিনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেয়া ৬ ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১৮ জন খামারীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ ছাড়াও ব্লাক বেঙ্গল ছাগল পালনকারী ২জন খামারীর মাঝে এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

(এসআরডি/এসপি/জুন ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test