E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জমি দখল করে বাড়ি নির্মাণ, থানায় অভিযোগ করেও ফল পাচ্ছে না মালিক!

২০২১ জুন ০৫ ১৮:৩২:৫৩
জামালপুরে জমি দখল করে বাড়ি নির্মাণ, থানায় অভিযোগ করেও ফল পাচ্ছে না মালিক!

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের মাগুরিপাড়ায় জোরপূর্বক জমি দখলে নিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক থানায় অভিযোগ করলেও বাড়ি নির্মাণ কাজ চালু রেখেছে দখলকারীরা। তবে পুলিশ বলছে কাজ বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, তিতপল্লা (মাগুরিপাড়া) মৌজার ৫৭৮ বিআরএস খতিয়ান নং জমির ২০২০ নং দাগের ১৭ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক যোবাইদ হোসেন ও তার পরিবার। যোবাইদ হোসেন দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় বসবাস করছেন। এই সুযোগে মাগুরিয়া গ্রামের মো. হযরত আলীর ছেলে ছানোয়ার হোসেন ছানু তার সাড়ে ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বেশ কয়েকদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। যোবাইদ হোসেন বাধা দিলেও তাকে হামলা করতে আসেন ছানোয়ার হোসেন ছানু। সেই সময় প্রতিবেশীদের বাধার কারণে প্রাণে বেঁচে যান যোবাইদ হোসেন। এরপর থানায় অভিযোগ করেন তিনি।

যোবাইদ হোসেন এই প্রতিবেদককে বলেন, “আমার জমি দখলের পর থানায় অভিযোগ করি। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে আসার পর আবারো বাড়ি নির্মানের কাজ শুরু করে ছানোয়ার হোসেন। এভাবে চলতে থাকলে আমাদের সব জমি সে দখল করে নেবে। আমরা এই ছানুর মতো লোকদের কাছ থেকে মুক্তি চাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অভিযুক্ত ছানোয়ার হোসেন ছানু এই প্রতিবেদককে বলেন-“যোবাইদ হোসেন আমাদের আত্মীয়। তার মা আমাকে কিছু জমি দিতে চেয়েছিলেন। তাই বাড়ির কাজ শুরু করছি। এখন তাকে অন্যত্র জমি দিতে চাচ্ছি কিন্তু নিচ্ছে না। দেখি কী হয়।”

তবে যোবাইদ হোসেন বলেন- “আমার মা জমি দিতে চেয়েছেন এটার কোনো প্রমাণ নেই। ছানোয়ার হোসেন অবৈধভাবে আমার জায়গার ওপর বাড়ি নির্মাণের কাজ করছেন।”

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, “অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয়। জমির সমাধান পুলিশ দিতে পারে না। যদি বাড়ি নির্মাণের কাজ বন্ধ না করে তাহলে আমরা আদালতে প্রসিকিউশন দিয়ে দেবো। আদালত পরবর্তীতে স্বিদ্ধান্ত দেবেন।”

(আরআর/এসপি/জুন ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test