E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ডেইরি ফার্মের ৫ শ্রমিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী

২০২১ জুন ০৫ ১৮:৩৬:২১
নোয়াখালীতে ডেইরি ফার্মের ৫ শ্রমিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামে অবস্থিত মানফাত মিট ক্যাটল এন্ড ডেইরি ফার্মের কর্মরত ১১ জন শ্রমিকের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, ঐ প্রতিষ্ঠানটিকে লকডাউন না করায় আতঙ্কে আছেন এলাকাবাসী।

আক্রান্ত শ্রমিকরা হলেন, পশ্চিম চর উরিয়া গ্রামের মিজান উদ্দিনের পুত্র রিফাত হোসেন(১৮), একই গ্রামের আজাদ হোসেনের পুত্র রিয়াজ (১৫), মোঃ রহিম (৩৯)(পিতা অজ্ঞাত) এবং ফার্মের ম্যানেজার দিগন্ত পাল (২৬) সহ আরো এক শ্রমিক। আক্রান্তরা করোনায় পজেটিভ হওয়ার রিপোর্ট পেয়ে তারা যে যার বাড়ীতে হোমকোয়ারেন্টাইনে আছেন বলে জানাযায়।

৫ জুন (শনিবার) ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৫জন শ্রমিক করোনায় আক্রান্ত হলেও ঐ প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়নি। এতে আতঙ্কে আছেন এলাকাবাসী। বর্তমানে ফার্মটিতে কর্মরত আছেন, পাহারাদার পারভেজ, নিজাম উদ্দিন, মোতালেব, নুরনবী সদ্য যোগদানকৃত দুইজন শ্রমিকসহ মোট ৬ জন। তারাও করোনা ঝুকিতে আছেন বলে জানান করোনা আক্রান্ত হওয়া শ্রমিক আব্দুর রহিম।

ম্যানেজার দিগন্ত পাল বলেন, আমার সেম্পলে সমস্যা ছিলো, আমি এমনই অসুস্থ তাই বাড়ীতে চলে এসেছি, আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা ভেতরেই আছে, তারা বের হয়না, কাউকে ডুকতেও দেয়া হয়না।

মানফাত মিট ক্যাটল এন্ড ডেইরি ফার্মেরশ্রমিক আব্দুর রহিম বলেন, আমরা কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার পর বাড়ীতে হোম কোয়ারেন্টাইন আছি, তবে ফার্মে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে আমরা ভালো আছি, গুরুতর তেমন কোন সমস্যা এখনো দেখা যাচ্ছেনা।

এলাকাবাসী বলেন, প্রতিষ্ঠানটি কিছু দিনের জন্য লকডাউন করা হলে সাধারণ মানুষ সতর্ক থাকতো।

এবিষয়ে জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম বলেন, আমি খোঁজ নিচ্ছি তথ্য সঠিক হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।

(এস/এসপি/জুন ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test