E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৫:৩৪:২৩
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৩ সেন্টিমিটার কমে মঙ্গলবার বেলা তিনটায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

বন্যার পানি ওঠায় এসব এলাকার প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৫টি উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমি। বন্যা কবলিত মানুষ বিশুদ্ধ খাবার পানি ও সুষম খাবারের অভাবে দূর্বিষহ জীবন যাপন করছে। পানি কমতে থাকায় বন্যাকবলিত মানুষদের ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিয়েছে। সরকারিভাবে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম।

এদিকে জেলার বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলা ও বন্যা পরবর্তী পূর্নবাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য এক জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা সভা জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সকল উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে গো চারন ভুমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের চারন ভুমি গুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test