E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

২০২১ জুন ০৮ ২৩:২৩:১০
গোবিন্দগঞ্জে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার দুপুরে বিবাদমান তৃতীয় লিঙ্গের হিজড়াদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের ব্লেডের আঘাতে ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় হিজড়াদের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন কারণে দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয়ভাবে আম্মাজান নামে পরিচিত তৃতীয় লিঙ্গের রানা মিয়া তাদের এ দ্বন্দ নিরসনে মধ্যস্থতা করে আসছিল। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১টার দিকে রানা মিয়া আসার আগেই পৌর শহরের চারমাথা মোড়ের মহিমাগঞ্জ রোডে ১০/১২ জন হিজড়া সদস্যরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষ অপর পক্ষের সদস্যদের ব্লেড দিয়ে আঘাত করে। এ সময় প্রতিপক্ষের ব্লেডের আঘাতেপৌরশহরের সোনারপাড়া এলাকার রবিউল (৩০), প্রধান পাড়ার লাইজু (২৫) ও বালাচড়া গ্রামের রুবি নামের ৩ জন হিজড়া সদস্য আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এসআরডি/এসপি/জুন ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test