E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৭:৩৩:১৭
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রশিক্ষণ কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের ‘গবেষণা, পরীক্ষণ, প্রতিরোধ ও গণসচেতনতা’ বিষয়ক মহা-পরিচালক ড. শামসুল আরেফিন।

মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা, রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সিপাহী, জিআইজেড-এর সিআইও মোহাম্মদ আলী রেজা, লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মোহাম্মদ শহীদ প্রমুখ।


দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী এই সমন্বয় সভায় জেলার ৪টি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দিন আহমেদ বলেন, টিআইবি ও দুদক দুর্নীতি প্রতিরোধে একত্রে সমন্বিতভাবে কাজ করবে। আমরা টিআইবির ‘বিবেক প্রোগ্রামে’ এ একসঙ্গে কাজ করবো। যা ৫ বছরের মেয়াদী একটি প্রোগ্রাম।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test