E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৭:৩৬:১৮
কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি : স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে লুকোচুরিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার ১১নং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের অপসারণের দাবিতে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অভিভাবকসহ শিক্ষার্থীরা।

অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভের সময় উত্তেজনা থাকায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিদ্যালয় থেকে পালিয়ে যায়।

অভিভাবক আতিকুর রহমান আজাদ, হালান বেপারী, মিন্টু মাতুব্বর, মন্নান হাওলাদার, ইউসুব খান, জাহাঙ্গির শরিফ, রিপন মাতুব্বর, ইউনুস আকনসহ ২০/২৫ জন জানায়, ঐ শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ দীর্ঘদিন ধরে নানা ধরণের অপকর্ম করে আসছে। তাই প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

এ ব্যাপারে মোবাইল ফোনে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test