E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তবে কি ষড়যন্ত্রে ফেঁসে গেলেন রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান মন্টু? 

২০২১ জুন ০৯ ১৯:০০:০৮
তবে কি ষড়যন্ত্রে ফেঁসে গেলেন রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান মন্টু? 

ঝিনাইদহ প্রতিনিধি : সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুবিতপুর গ্রামে ছয় বছরের কন্যাশিশু ধর্ষণের খবর জেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। জেলার সুশীল সমাজের একাংশ ধর্ষক ও ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে ও কালীগঞ্জ বাস স্ট্যাণ্ডে মানববন্ধন করে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে উল্লেখ করা হয় যে চেয়ারম্যান নিজে শিশুর যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে পরীক্ষা করেন। যাহা মানুষের মনে প্রশ্ন জাগে যে চেয়ারম্যান কি ডাক্তার? শিশুটি পূর্বে একবার ধর্ষিত হলেও চেয়ারম্যান এই কর্ম করে শিশুটিকে দ্বিতীয় দফা ধর্ষণ করেছে। তাই চেয়ারম্যানেরও শাস্তি হওয়া উচিত। ঝিনাইদহের কালীগঞ্জের রাখাল গাছি ইউনিয়নের সবিতপুরে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়নি? ৬ বছর বয়সের শিশুটি ধর্ষণের শিকার হলে সে অসুস্থ হবে না এ কেমন করে সম্ভব হতে পারে? এখানে নিশ্চয় কোন তথ্য ভুল হতে পারে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়।

রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিদুল ইসলাম মন্টু বলেন, গত ২৭ মে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শিশুটির মা আসে শিশুটিকে নিয়ে আমার ইউনিয়ন পরিষদে আসে। তখন আমি পরিষদে উপস্থিত ছিলাম না। আমাকে সচিব ফোন করে। আমি সচিবের ফোন পেয়ে পরিষদে আসি। আসার পর দেখতে পায় শিশুটি তার মায়ের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তখন তার মা আমাকে বলে যে সেলিম আমার মেয়েকে ধর্ষণ করেছে। তখন আমি তার মাকে জিজ্ঞাসা করি ধর্ষণ করলে রক্তপাত হওয়ার কথা সেই কাপড় কই? তখন সে আমাকে বলে আমি কাপড় ধুয়ে ফেলেছি। তখন আমি তার মাকে বলি আপনি ভিতরে নিয়ে নিজে পরীক্ষা করে দেখান কোন সমস্যা হয়েছে কি না। তাছাড়া এই প্রসঙ্গে আমি কোন শালিস করতে পারব না। আগে আপনার শিশুকে হাসপাতালে ভর্তি করে আইনগত ব্যবস্থা নেন। আমি আপনাকে সার্বিক সহযোগিতা করবো। পরে সেলিমকে ফোন করে ঘটনা জানতে চাইলে সেলিম ইউনিয়ন পরিষদে আসে এবং ঘটনা অস্বীকার করে। তবে এই ঘটনা কিভাবে একজন স্থানীয় সাংবাদিক জেনে যায়। সে সেলিমের নিকট ২০ হাজার টাকা দাবি করে বলে যে আমাকে এই টাকা না দিলে আমি নিউজ করে দেব। এই হুমকির প্রেক্ষিতে সেলিমের স্ত্রী তাকে ৯ হাজার টাকা দেয়। তবে তার চাহিদা মোতাবেক টাকা না পাওয়ায় সে এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

ইউনিয়ন পরিষদের সচিব শেখ হাবিবুর রহমান বলেন, গত ২৭ মে শিশুটিকে নিয়ে তার মাও একজন মহিলাকে নিয়ে এসে আমাকে ঘটনাটি জানায়। ওই শিশুটি তার মায়ের সাথে হেঁটে বেড়াচ্ছিল। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করে জানালে চেয়ারম্যান পরিষদে আসে। তারপরে আমার দাপ্তরিক কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি।

শিশুটির অভিভাবকের সাথে কথা বলার জন্য সরেজমিন সুবিতপুর গ্রামে তাদের বাড়ীতে গেলে শিশুটির মা বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাশের বাড়ির সেলিম আমার মেয়েকে বাড়ির সামনে থেকে আমাকে পান দেওয়ার কথা বলে ডেকে তার বাড়ীতে নিয়ে যায়। কিছু সময় পর আমি আমার মেয়েকে খুঁজতে থাকি। এদিক ওদিক খুঁজে না পেয়ে সেলিমের বাড়ির দিকে গেলে দেখতে পায় আমার মেয়ে সেলিমের বাড়ি থেকে বের হয়ে আসছে। তার হাতে ২ টাকার একটা নোট। ২ টাকা কে দিয়েছে জানতে চাইলে আমার মেয়ে বলে সেলিম তার সাথে কি কি করেছে। আমি দেখতে পাই তার কাপড় পিছন দিকে ভিজে। তবে কাপড়ে কোন রক্ত ছিল না। ঘটনার পর আমি কাপড় ধুয়ে ফেলি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট যায়। চেয়ারম্যান আমাকে বলে যে আপনি আপনার মেয়েকে ঘরের ভিতর নিয়ে দেখেন যে ঐ স্থানে কোন সমস্যা হচ্ছে কিনা, পরে আমি পরিষদ থেকে চলে আসি। শিশুকে হাসপাতালে কেন ভর্তি করালেন না জানতে চাইলে তিনি বলেন আমার মেয়ে সুস্থ ছিল কোন সমস্যা হয়নি তাহলে কেন তাকে হাসপাতালে ভর্তি করবো ? তবে ঘটনার এক সপ্তাহ করে পুলিশ আমাদের থানায় নিয়ে যায়। আমাদের নিকট কোন টাকা ছিল না। তারাই খরচ করে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। পরের দিন সেলিমকে রাতে পুলিশ ধরে নিয়ে যায়। শিশুর মা যখন এই কথা গুলি বলেন তখন সেখানে শিশুটির বাবা উপস্থিত ছিল।

মামলার তদন্তকারী কালীগঞ্জ থানার এসআই তপন কুমার এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি।

শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল কতৃক গঠিত মেডিকেল টিমের ডা: মুসলিমা স্বপ্নীল জানান, শিশুটি ধর্ষণ হয়েছে কি না এ বিষয়ে আমরা এখনই কোন মন্তব্য করতে পারবো না। তবে ওই দিন পরীক্ষার সময় শিশুটি বলে সেলিম তাকে জড়িয়ে ধরেছিল শুধু। তবে কোন মেডিক্যাল এসিস্ট্যান্ট ধর্ষণের সত্যতা নিশ্চিত করতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি জানান, কোন মেডিক্যাল এসিস্ট্যান্ট ধর্ষণের ফলাফল নির্ধারণ করতে পারে না।

(একে/এসপি/জুন ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test