E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান

২০২১ জুন ১০ ১৭:০৯:৫৯
লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান

আহমেদ ইসমাম, ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মুকুল করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও তার স্ত্রী ও কন্যাও আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে তাদের ঠাকুরগাও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যানের ছোট ভাই ওবাইদুর রহমান জানান, কয়েকদিন ধরে জর থাকায় সন্ধেহ হলে করোনার নমুনা জমা দেয়। এতে তার পরিবারের তিন জনের করোনা ধরা পরে। চেয়ারম্যান ও কন্যার কোন সমস্যা না থাকলেও তার স্ত্রী একটু সমস্যা হওয়ায় চিকিতসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, তিনি এলাকায় স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করতে মাঠে ততপর ছিলেন। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় একাধিক ভারত ফেরত ব্যক্তিকে হোম কোরাইন্টেন নিশ্চিত করেছিলেন তিনি।

উপজেলার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন , আমরা খবর পাওয়ার সাথে সাথে উনার বাসায় আইসোলেশন এর ব্যবস্থা করে প্রাথমিক চিকিতসা দেওয়া হয়েছে। এর পরে উনার স্ত্রীর কিছুটা সমস্যা হলে সাথে করোনার রোগীদের জন্য এম্বুলেন্সটিতে করে ঠাকুরগাও সদর হাসপাতালে নিয়ে গিয়ে উনার পরিবারের তিনজনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও আমি নিজে সার্বোক্ষনিক যোগাযোগ রাখছি। শেষ খবর পাওয়া পর্যন্ত উনার পরিবারের স্কলেই সুস্থ আছেন এবং কথা বলতে পারছেন।

প্রীতম সাহা আরো বলেন, সীমান্তবর্তী এই উপজেলাটি কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা সাধারণ মানুষকে সর্বাত্মক সচেতন করে যাচ্ছি এবং করোনায় আক্রান্ত ব্যক্তিদের সব ধরনের চিকিতসা নিশ্চিত করছি।

সফিকুল ইসলাম মুকুল বলেন, আমরা জনপ্রতিনিধি হওয়ায় চাইলেও বাসায় বসে থাকতে পারি না। সব ধরনের মানুষের চলতে হয়। তিনি এলাকাবাসীকে অনুররোধ করে বলেন, সকলেই সাবধানে থাকবে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না।

ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য একাধিক মসজিদে দোয়া হয়েছে। চেয়ারম্যানের ভাতিজা রেজোওয়ান আহমেদ সিয়াম এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

(আই/এসপি/জুন ১০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test