E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

নদী দখল দূষণ রোধে কালিয়াকৈরে বিশেষ সভা  

২০২১ জুন ১০ ১৮:১৫:৫৯
নদী দখল দূষণ রোধে কালিয়াকৈরে বিশেষ সভা  

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : আজ ১০ জুন বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বন বিভাগের জমি, দখল মুক্তকরণ, পরিবেশ দূষণ রোধ ও নদী দখল দূষণ রোধে এক বিশেষ সভার আয়োজন করা হয়। 

গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবর রহমানসহ কালিয়াকৈর উপজেলার সুযোগ্য ইউ এন ও কাজি হাফিজুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মুরাদ কবিরসহ গাজীপুর জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী মহোদয় সকলকে কথা না বলে কাজ করতে বলেন । তিনি অবিলম্বে বনভূমি, নদী দখলমুক্ত করতে বলেন।

(আই/এসপি/জুন ১০, ২০২১)

পাঠকের মতামত:

২১ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test