E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টায় মামলা 

২০২১ জুন ১২ ১৭:১৯:৫৯
আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টায় মামলা 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

শনিবার যুবলীগ নেতা আহত আবুল কালাম আজাদ বাদী হয়ে ১৫ জনকে আসামী করে চাঁদা দাবী ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

মামলার বিবরণ সুত্রে জানাগেছে, আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা ও তার সহযোগীরা আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ টাকা দিকে অস্বীকার করে যুবলীগ নেতা আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে জিএম মুছা ও তার সহযোগীরা যুবলীগ নেতা আজাদকে গত ২১ মে রাতে কৌশলে ডেকে নিয়ে খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে তার দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালীসহ রগ কেটে দেয়।

পরে তারা তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রাখে এবং আজাদের সাথে থাকা দুই লক্ষ টাকা নিয়ে যায়। গত ২১ দিন আজাদ ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় শনিবার আজাদ বাদী হয়ে আমতলী থানায় পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছাকে প্রধান আসামী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানসহ ১৫ জনের নামে চাঁদা দাবী ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর যখমের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিএম শাহাবুল বলেন, আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, যুবলীগ কর্মী আমার ভাগ্নে আবুল কালাম আজাদের কাছে জিএম মুছাসহ আসামীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা দিতে অস্বীকার করায় আমার ভাগ্নেকে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। আমি এ বর্বরতায় শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, যুবলীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় জিএম মুছাকে প্রধান আসামী করে ১৫ জনের নামে চাঁদা দাবী ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

(এটি/এসপি/জুন ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test